বেগুনের চেহারা রাক্ষসের মত, ওজন প্রায় ৪ কেজি
একটা বেগুনের ওজন প্রায় ৪ কেজি। অনেকেই কথাটা অবিশ্বাস করতে পারেন। কিন্তু এটাই হয়েছে। এমনই এক দানবীয় বেগুন ফলিয়েছেন এক ব্যক্তি।
একটা বেগুন কত বড় হতে পারে? খুব বড় হলেও কত ওজন হতে পারে? অনেকে বলেন শীতের দিকে বড় বড় বেগুন হয়, যা পুড়িয়ে খেতে দারুণ উপাদেয়। কিন্তু তার ওজনও ১ কেজি হয়না। ফলে বেগুন সবচেয়ে বড় হলেও কত বড় হতে পারে তার একটা ধারনা যাঁরা বাজার করেন তাঁদের আছে।
তাঁরাই সবচেয়ে বেশি অবাক হচ্ছেন এটা শুনে যে একটা বেগুনের ওজন নাকি প্রায় ৪ কেজি। একদম নিখুঁতভাবে বলতে গেলে ৩ কেজি ৮০০ গ্রাম। এমনই এক রাক্ষুসে চেহারার বেগুন ফলিয়েছেন ডেভ বেনেট নামে এক ব্যক্তি।
ডেভ বেগুন চাষ করছেন ৫ বছর ধরে। তবে তাঁর এই বিশাল আকারের বেগুন তৈরি করাই নেশা। আর সেই নেশাই তাঁর ঝুলি পূরণ করল বিশ্বরেকর্ডে। কারণ তাঁর এই দানবের মত বেগুনই এখন পৃথিবীর সবচেয়ে বড় বেগুন।
এর আগে বিশ্বে অগুন্তি বেগুন হয়েছে বটে, তবে তার কোনওটিই এত বড় হতে পারেনি। এই ব্যক্তি আমেরিকার আইওয়া-র বাসিন্দা। তিনি তাঁর জমিতে এই বেগুন ফলিয়ে কার্যত গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
তাঁর আগে এই অতিকায় বেগুন ফলানোর রেকর্ড ছিল ইংল্যান্ডের এক ব্যক্তির ঝুলিতে। তিনি যে বেগুনটি ফলিয়েছিলেন তার ওজন ছিল ৩ কেজি ২৭০ গ্রাম।
সেটিই এতদিন বিশ্বরেকর্ড ধরে রেখেছিল। কিন্তু সেই বেগুনকেও টপকে গেল আইওয়ার ডেভ বেনেটের ফলানো ৩ কেজি ৮০০ গ্রামের বেগুন।