শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছে কুমির, সতর্ক করল প্রশাসন
কেউ বাড়ি থেকে বার হলে যেন খুব সতর্ক থাকেন। কারণ বিভিন্ন রাস্তায় কুমির ঘুরে বেড়াচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে দেশের প্রশাসনকে এমন সতর্কবার্তা দিতে হল।
বিভিন্ন শহর গ্রামের গা ঘেঁষে বয়ে চলা নদীতেই কুমিরদের বাস। ওই নদীতে কুমির প্রচুর। তবে তারা নদীর জলে বা জলের ধারের মাটিতে থাকে। তার বেশি কিছু নয়। কিন্তু অকাল বন্যা সব ওলটপালট করে দিয়েছে। কুমিররা নদী ছেড়ে এখন যেখানে সেখানে ঢুকে পড়ছে। লোকালয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আর তাদের সামনে পড়া মানে কি হতে পারে তা তো সকলেরই জানা। সমস্যা হল বন্যাবিধ্বস্ত শহর গ্রামে কুমিররা কোন রাস্তায় ঘাপটি মেরে বসে আছে সেটা বোঝাই দায়। তাই বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করেছে ইরান প্রশাসন।
মরু অঞ্চলের অকাল বন্যায় বিধ্বস্ত দুবাই সহ সংযুক্ত আরব আমিরশাহী। যেখানে একটু বৃষ্টি হলেই মানুষ মনে করেন পাওনার ঝুলি অনেকটাই পূর্ণ হল সেখানে আকাশ ভাঙা বৃষ্টিতে বানভাসি চারধার। দুবাই শহর এমন বৃষ্টি ৭৫ বছরে দেখেনি।
সেই বৃষ্টির জের গিয়ে পড়েছে ইরানেও। সেখানেও অতিবৃষ্টির জেরে অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছে। দেশের দক্ষিণ পূর্ব ভাগের অবস্থা শোচনীয়।
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের অধিকাংশ নদী উপচে আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ভাসিয়ে দিয়েছে। শর্ট নোজড ক্রোকোডাইল থেকে এই প্রদেশের বাসিন্দারা যেন সাবধান থাকেন তা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।
বাসিন্দাদের বাহু কালত নদীর আশপাশেও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জল এতটাই বেড়েছে যে অনেক বাঁধ থেকে প্রচুর জল ছাড়তে বাধ্য হচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।