রক্ত বৃষ্টি, বারিধারায় লাল হল প্রকৃতি, বদলে গেল সমুদ্রের জলের রং
ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর চারধার দিয়ে গড়াচ্ছে রক্ত লাল স্রোত। এ কি দৃশ্য। এমনও হয় নাকি। সেই অবাক করা স্রোত গিয়ে মিশল সমুদ্রের জলে।

বৃষ্টি তো নতুন কিছু নয়। কিন্তু এ বৃষ্টি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এ কেমন বৃষ্টি! ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এ জায়গা। এখানে বৃষ্টি হলে সেই জল স্রোতের মত বইতে থাকে পাহাড়ের ঢাল বেয়ে। যে জল এখানে বইল তা রক্তের মত লাল। যেন রক্ত স্রোত বইছে।
এই বৃষ্টিকে তাই সকলে বলছেন রক্ত বৃষ্টি। যে রক্ত লাল বৃষ্টির জলের স্রোত গিয়ে মিশল পাহাড়ের পাদদেশে সমুদ্রের জলে। ফলে সমুদ্রের ধারের জলও লাল হয়ে গেল। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই রক্ত বৃষ্টির ছবি।
ইরানের একটি দ্বীপে ঘটা এই চমকে দেওয়া লাল স্রোত নিয়ে জল্পনাও শুরু হয়ে যায়। কীভাবে এমন লাল বৃষ্টির জল গড়াচ্ছে? কোথা থেকে এমন টকটকে লাল স্রোত তৈরি হচ্ছে?
বিজ্ঞানীদের মতে, এটা প্রকৃতির বিস্ময় হলেও তার পিছনে রয়েছে বিশেষ কারণ। যে পাহাড়ের ওপর এই প্রবল বৃষ্টি হচ্ছে তার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে। যা জলের সঙ্গে মিশে এমন লাল স্রোতের জন্ম দেয়।
যেই ঝেঁপে বৃষ্টি নামে তখনই ওই অধিক পরিমাণে আয়রন অক্সাইড মিশ্রিত মাটি জলের সঙ্গে গলে মিশতে থাকে। ফলে বদলে যেতে থাকে জলের স্রোতের রং।
সেই লাল জলই পাহাড়ের ঢাল বেয়ে সমুদ্রের সঙ্গে মিশতে দেখা গেছে ছবিতে। যা কার্যত ইরানের ওই দ্বীপকে আরও বেশি করে পর্যটকদের নজরে এনে ফেলেছে।