প্রবল কম্পন অনুভূত হল ইরানের কারমানশা প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের মাত্রা ছিল ৬.৪। মাত্রা থেকেই পরিস্কার যে এটি একটি প্রবল ভূমিকম্প। স্থানীয় সময় রবিবার গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। কম্পনের কেন্দ্রস্থল ছিল সার পোল জাহাব শহর। মাটির ৭ কিলোমিটার নিচে ছিল কেন্দ্র। প্রবল এই কম্পন অনুভূত হওয়ার পরও ১৬১টি আফটার শক অনুভূত হয়েছে। যেগুলির মাত্রা ছিল ২.৪ থেকে ৫.২-এর মধ্যে।
ভূমিকম্পের জেরে বহু বাড়িতে ফাটল দেখা গেছে। তবে মৃত্যুর খবর মেলেনি। কিন্তু আহত হয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিভিন্ন বয়সের ৬৩৪ জন ইরানি নাগরিক এই ভূমিকম্পে আহত হয়েছেন। এদিকে ইরানের গ্যাস পাইপ লাইনে এই ভূমিকম্পের জেরে ফাটল ধরেছে। সার পোল জাহাব ও গসর এ শিরিন, এই ২টি শহরের তলা দিয়ে যাওয়া গ্যাস পাইপ লাইনে ফাটল ধরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা