গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ হয়ে মৃত্যু হল ৪ জনের। আশঙ্কাজনক ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন কমবেশি আহত হয়েছেন। বিস্ফোরণ এতটাই ভয়ংকর ছিল যে বিস্ফোরণের পর আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। মানুষ আতঙ্কে ছুটতে থাকেন।
ঘটনাটি ঘটেছে ইরানের মাহশাহর শহর থেকে আহভাজ শহরের মধ্যে পাতা একটি গ্যাস পাইপলাইনে। সেই পাইপলাইনেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যাওয়া মৃতের সংখ্যা বাড়িয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলে শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণস্থল ঘিরে দেওয়া হয়। আগুন দ্রুত নেভাতে উদ্যোগ নেওয়া হয়।
কেন এই বিস্ফোরণ? এর সঠিক কারণ এখনও পরিস্কার নয়। ঘটনার পর কারণ খোঁজা শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা। এদিকে এমন এক বিস্ফোরণে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা