World

নববর্ষের আনন্দ কেড়ে হড়কা বানের থাবা, মৃত ৩০

হড়কা বানের মধ্যে পড়ে মৃত্যু হল ৩০ জনের। আহত হাজারেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হড়কা বানের সঙ্গে চারদিকে শুরু হয়েছে ধস নামা। ফলে অবস্থা আরও জটিল আকার নিয়েছে। হড়পা বানের জেরে বহু এলাকা জলের তলায় চলে গেছে। বন্যার জেরে সব ফেলে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন মানুষজন। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতির শিকার হয়েছেন ইরানের হাজার হাজার মানুষ।

গত ২১ মার্চ ছিল ইরানে নববর্ষ পালন। দিনটা চুটিয়ে আনন্দ করে উপভোগ করেন সকলে। আকস্মিক জলস্রোত সেই আনন্দ কেড়ে নেয় উত্তর, পশ্চিম ও মধ্য ইরানের বাসিন্দাদের। প্রায় ১ সপ্তাহ ধরে টানা চলছে তুষারঝড়। তার সঙ্গে দোসর হয়েছে হড়কা বান। একটানা এমন চলতে থাকায় ক্রমশ জনজীবন ব্যাহত হতে শুরু করে। যা এখন ভয়ংকর আকার নিয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষের মৃত্যুর খবর এসেছে।


ধস ও হড়কা বানের কথা মাথায় রেখে প্রশাসনও তৎপর। বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামগুলি কার্যত ধুয়ে মুছে গেছে। কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হোসনি রুহানি সব সরকারি আধিকারিককে পরিস্থিতির ওপর নজর রেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button