
বাগদাদের ১টি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ১৩টি সদ্যোজাত শিশুর। গুরুতর দগ্ধ ২৫ জন মা ও শিশু। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটে ইরাকের বাগদাদের আরমুক হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ মেটারনিটি বিভাগে আচমকাই আগুন লেগে গেলে তাঁরা দমকলে খবর দেন। কিন্তু দমকল আসতে দেড় ঘণ্টা কাটিয়ে দেয়। ফলে আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। পরে ৩ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। ধোঁয়া নাকে ঢুকেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। মর্মান্তিক এই ঘটনার তদন্তে ১টি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।