সরকার বিরোধী বিক্ষোভ হয়েই থাকে। অনেক সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বা কোনও ঘটনা রুখতে সরকার ব্যর্থ বলে দাবি করে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল হয়ে থাকে প্রায় সব দেশেই। তেমনই হচ্ছিল ইরাকের বাগদাদে। আর সেখানেই আচমকা এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। বিক্ষোভকারীদের তাক করে বেপরোয়াভাবে গুলি চালাতে থাকে সে। এলোপাথাড়ি গুলিতে লুটিয়ে পড়তে থাকেন বিক্ষোভকারীরা।
পুলিশ জানিয়েছে, বাগদাদের তাহরির স্কোয়ারের পাশেই রয়েছে আল-খালানি স্কোয়ার। এখানেই গত শুক্রবার জমায়েত করেছিলেন বিক্ষোভকারীরা। সরকার বিরোধী স্লোগান চলছিল। পাশের একটি পার্কিং লটও বিক্ষোভকারীদের দখলে চলে গিয়েছিল। এমন সময় সেখানে একটি গাড়িতে চড়ে হাজির হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপর গাড়ি থেকে নেমে সে গুলি চালাতে শুরু করে।
গুলিতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে ছোটাছুটি করতে থাকেন। লুটিয়ে পড়তে থাকেন একের পর এক। ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। আহত হয়েছেন ৪৫ জন। তাঁদের চিকিৎসা চলছে। দেশের সংস্কারমুখী পদক্ষেপ যা সরকার করেছে তা যথেষ্ট নয় বলে দাবি করে আন্দোলন চলছিল। সেই সরকার বিরোধী মিছিলে বন্দুকবাজের হানার আগের দিন তাহরির স্কোয়ারেও বিক্ষোভে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা