রাস্তার বিলবোর্ডে নজর যেতে মহিলারা লজ্জায় লাল, চোখ ঢাকলেন ছোটদের
বিশাল বিশাল বিলবোর্ড বিজ্ঞাপনের জন্যই প্রধানত ব্যবহার হয়। সেই বিলবোর্ডের দিকে তাকাতেই লজ্জায় লাল হতে হল মহিলাদের। ছোটদের চোখ হাত দিয়ে ঢাকলেন অভিভাবকরা।
ব্যস্ত রাস্তায় বিশাল বিশাল বিলবোর্ড তো সব শহরেই নজর কাড়ে। সেখানে নানা বিজ্ঞাপন চলতে থাকে। অনেক সময় কোনও সরকারি বার্তাও ফুটে ওঠে সেখানে। বৈদ্যুতিন এই বিলবোর্ডগুলি এতটাই বিশাল ও উজ্জ্বল হয় যে সেখানে সকালে রোদের মধ্যেও সবকিছু স্পষ্ট নজরে পড়ে।
তেমনই একটি বিলবোর্ড পথ চলতি অনেক মানুষকে হতবাক করে দিল। অনেক মানুষ দাঁড়িয়ে পড়লেন। চেয়ে রইলেন অবাক চোখে। আবার মহিলারা লজ্জায় লাল হয়ে গেলেন বিলবোর্ডের ভিডিও দেখে।
অনেক অভিভাবক যাঁরা ছোটদের নিয়ে স্কুল বা অন্য কাজে যাচ্ছিলেন তাঁরা দ্রুত ছোটদের চোখ হাত দিয়ে ঢেকে দিলেন। আসলে বিলবোর্ডে তখন কোনও বিজ্ঞাপন চলছিল না। চলছিল একটি নীল ছবির অংশ। যা সেই ব্যস্ত রাস্তায় থাকা বহু মানুষকে হতবাক করে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদে। সেখানে বিখ্যাত ও ব্যস্ত নাফিয়া স্কোয়ারে মানুষের সংখ্যা নেহাত কম ছিলনা। সেখানেই বিলবোর্ডে আচমকা শুরু হয়ে যায় নীল ছবি প্রদর্শন।
বিষয়টি নজরে আসার পর প্রশাসনের তরফে দ্রুত সব বিলবোর্ডে প্রচার বন্ধ করে দেওয়া হয়। জানা যায় এক হ্যাকার এই কাণ্ড ঘটিয়েছে। পরে তাকে গ্রেফতারও করে পুলিশ।
বিলবোর্ডটির পরিচালনায় যে সংস্থা রয়েছে, সেই সংস্থার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যার কারণেই এই কাণ্ড ঘটায় ওই হ্যাকার। এদিকে বিলবোর্ডে এভাবে নীল ছবির অংশ প্রচার হওয়ার ছবি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।