World

৩৯০০ ফুট উচ্চতায় ৫ হাজার বছর পুরনো ঘিঞ্জি শহর, নিজেই এক বিস্ময়

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৯০০ ফুট উচ্চতায় তার অবস্থান। চারধারে গভীর উপত্যকা। সেখানেই বসতি স্থাপন হয়েছিল ৫ হাজার বছর আগে। এ এক বিস্ময়।

চারধারে ঘন জঙ্গল ঘেরা উপত্যকা। খাড়াই ঢাল। তার উপরেই রয়েছে মালভূমি। সেই মালভূমি জুড়েই গড়ে উঠেছে মানুষের বাসস্থান। এমন দুর্গম স্থানে বাসস্থান! একটু অবাক লাগতে পারে। কিন্তু এতটুকুতেই অবাক হলে চলবে না। আরও বাকি রয়েছে।

মনে করা হয় ৫ হাজার বছর আগে এখানে মানুষ বসতি স্থাপন করে। এখানে থাকতে শুরু করে। কিন্তু মালভূমিটির তো একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। এছাড়া তো চারধারে গভীর খাদ।


তাই এখানে ক্রমে মানুষের বাস যত বেড়েছে ততই গায়ে গায়ে বাড়ি তৈরি হয়েছে। কারণ জায়গা সীমিত। যা করার তার মধ্যেই করতে হবে। ইরাকের কুর্দিস্তান এলাকায় এই শহর গড়ে উঠেছে। যার নাম আমেদি।

স্থানীয়রা একে আল আমেদি বলে থাকেন। গ্রেট জ্যাব নদী উপত্যকায় গড়ে ওঠা এই বসতি নিজেই এক বিস্ময়। একে চারধার ওরকম ঘন জঙ্গলে ঘেরা উপত্যকায় ঘেরা। তায় আবার সমুদ্রপৃষ্ঠ থেকে অতটা উপরে। আশপাশে গভীর খাদ।


এর মাঝে গিয়ে মানুষ কেন বসতি নির্মাণ করতে গেল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু ইতিহাস বলছে ব্রোঞ্জ যুগের শুরুতেই এখানে থাকা শুরু। তারপর থেকে এখনও বেড়েছে এখানে বাড়িঘর।

প্রায় ১১ হাজার মানুষ এখন এখানে বাস করেন। কিন্তু সমতল ছেড়ে এখানে এই পাহাড়ের উপর কেন যে মানুষ বসবাস শুরু করে তা আজও বিস্ময়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button