ফের সন্ত্রাসের শিকার ইরাক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইরাক সিরিয়া সীমান্তের কাছে কায়িম জেলার একটি চেকপয়েন্টের কাছে একটি গাড়ি হাজির হয়। গতিতে থাকা গাড়িটি নিয়ে চালক কিছু বুঝে ওঠার আগেই চেকপয়েন্টে ঢুকে পড়ে। বিস্ফোরক বোঝাই গাড়িটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সেনা অধ্যুষিত চেকপয়েন্টে। সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে গোটা এলাকা আগুন আর ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁদের যা অবস্থা তাতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। এই ঘটনার দায় কোনও সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এ কাজ সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের।