৫ আত্মঘাতী আইএস জঙ্গিকে গুলি করে হত্যা করল ইরাকি সেনা। ইরাকি সেনা ও সেখানকার আধাসেনার একটি যৌথবাহিনী ইরাকের উত্তরপ্রান্তের শহর নাইনেভি-র বাদুস এলাকায় গায়ে বোমা বাঁধা এই ৫ মানববোমাকে গুলি করে মারে। ইরাকের যৌথবাহিনীর তরফে জানানো হয়েছে, গাড়িতে করে এসে যৌথবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করে গায়ে বোমাবোঝাই পোশাক পরা এই ৫ জঙ্গি। তাদের দেখামাত্রই পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা।
যৌথবাহিনী এত দ্রুত এত গুলি চালায় যে কোনও কিছু করার সময়টুকুও পায়নি জঙ্গিরা। তাদের গুলি করে মারার সঙ্গে সঙ্গে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি ঘটে মসুলের কাছে। যে মসুলকে একসময়ে আইসিসের শক্ত ঘাঁটি বলে ধরা হত। পরে তা দখলে নেয় সেনা।
এর আগে ইরাক সরকারের তরফে জানানো হয় তারা তাদের প্রতিবেশি দেশ সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে লড়াই ও অশান্ত পরিবেশ সম্বন্ধে অবহিত। সিরিয়া থেকে মসুল আসার চেষ্টা করা ৪ আইএস নেতা সহ ২৪ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করে তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)