আকাশ তাক করে জুতো ছুঁড়লেন হাজার জন মানুষ
আকাশের দিকে ঘুড়ি ওড়ানো যায়। রকেট ছোঁড়া যায়। এখানে ১ হাজার মানুষ ছুঁড়ে দিলেন জুতো। তাও আকাশ তাক করে।
বিশ্বে কত কিছুই তো অবাক করে দেয়। যেমন কেউ যদি আকাশের দিকে রবারের জুতো ছোঁড়েন তা দেখে অবাক হওয়ারই কথা। তবে এখানে কেউ অবাক হন না। তাঁরা এটা আগেও দেখেছেন। বরং এই জুতো ছোঁড়ায় অংশ নিতেই পছন্দ করেন।
এ জুতোর নামটি বেশ নজর কাড়া। নাম ওয়াশিংটন বুট। এগুলো আসলে রবারের বুট। কেবল এই জুতোই এখানে ছুঁড়ে দেওয়া যায় আকাশে।
এই আকাশের দিকে জুতো ছোঁড়ার সঙ্গে চাষাবাদের আবার গভীর সম্পর্ক। কৃষকদের লাঙ্গল উৎসব আয়ারল্যান্ডে বিখ্যাত। জাতীয় লাঙ্গল উৎসব পালিত হয় সেখানে। সেই উৎসবের অংশ হিসাবে সেখানে এই আকাশে জুতো ছোঁড়ার আনন্দে মেতে উঠলেন অনেকে।
মোট ৯৯৫ জন মানুষ ওয়াশিংটন বুট ছুঁড়ে দিলেন আকাশে। আকাশ একটা মুহুর্তের জন্য ঢেকে গেল জুতোয়। আকাশে এই ৯৯৫ জোড়া বুট কিন্তু একসঙ্গে উড়ে গিয়েছিল। একদম এক সময়ে। এটাই ছিল মূল চ্যালেঞ্জ।
একসঙ্গে এতজন মানুষের আকাশের দিকে এই রবার বুট জুতো ছুঁড়ে দেওয়া ইতিমধ্যেই বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে। একই সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের আকাশের পানে জুতো ছোঁড়ায় আয়ারল্যান্ডের এই জুতো ছোঁড়া নিজের জায়গা করে নিয়েছে।
লাউইস কাউন্টিতে এই জুতো ছোঁড়া অনুষ্ঠান রীতিমত খবর হয়েছে সর্বত্র। স্থানীয় এক যুব কৃষক সংগঠন এই জুতো ছোঁড়া পর্বের আয়োজন করেছিল। তাদের এই উদ্যোগ এখন বিশ্বরেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে।