বৃহস্পতিবার বিকেলে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নেভিগেশন উপগ্রহের সফল উৎক্ষেপণ করল ভারত।ইসরোর তৈরি ১ হাজার ৪২৫ কেজি ওজনের উপগ্রহটি এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক মিনিট পর উপগ্রহটিকে এদিন রওনা করেন বিজ্ঞানীরা।
মহাকাশে ভেসে বেড়ানো বিভিন্ন ভাঙা টুকরো থেকে উপগ্রহটিকে বাঁচাতে ইচ্ছে করেই এক মিনিট দেরি করানো হয়। উৎক্ষেপণের ২০ মিনিট পর উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে নিজের জায়গা করে নিয়েছে বলে জানান মিশন ডিরেক্টর বি জয়কুমার।