১৬ বছরের অনশন প্রত্যাহার করলেন মণিপুরের লৌহমানবী ইরম শর্মিলা চানু। এদিন আদালতের সামনে অনশন ভাঙেন তিনি। ইরমের অনশনভঙ্গের সাক্ষী হতে এদিন হাজির হন বহু মানুষ। ২০০০ সালে ১০ জন মণিপুরি, সেনার গুলিতে প্রাণ হারান। তারপরই রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করেন ইরম। জোর করে নাকে নল ঢুকিয়ে খাবার দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখে প্রশাসন। এভাবে ১৬ বছর একটানা অনশন চালানোর পর অবশেষে গত ২৬ জুলাই সকলকে অবাক করে চানু ঘোষণা করেন অনশন প্রত্যাহারের কথা। ইরম জানান, অনশন করে নয়, রাজনীতিতে পা দিয়েই তিনি এবার তাঁর লক্ষ্যপূরণ করবেন। আগামী নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। এদিকে এদিন ৪৪ বছরের ইরমের জীবনের ঐতিহাসিক এই মুহুর্তকে প্রত্যক্ষ করতে সকলে হাজির হলেও তাঁর মা আসেননি। তিনি জানিয়েছেন, যেদিন ইরম তাঁর লক্ষ্যপূরণ করতে পারবে, সেদিনই তিনি তাঁর উৎসবে সামিল হবেন। এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, টানা ১৬ বছরের অনশনের পর এখনও কোনও ভারী বা শক্ত খাবার খেতে পারবেননা ইরম। বেশ কিছুদিন শুধু তরল খাবারের ওপরই থাকতে হবে তাঁকে। ইরমের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
Read Next
National
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
National
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
National
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
November 21, 2024
নর্দমা থেকে জল তুলে স্নান করছেন এক ব্যক্তি, কি হয়েছে তাঁর, রাস্তায় ভিড়ে ভিড়
November 21, 2024
দক্ষিণ ভারতের একমাত্র জায়গা যেখানে শীতে তুষারপাত হয়
November 18, 2024
বাজারে শোরগোল ফেলতে চলেছে ২ আনাজ লক্ষ্মী এবং সোলান শ্রেষ্ঠ
November 17, 2024
দেশের সেরা গ্রাম, এ গ্রামে কোনও বাড়িতে তালা দেওয়ার রেওয়াজ নেই
Related Articles
Leave a Reply