মিশরে নীলনদের ধার ঘেঁষা শহর তান্তা। এখানেই সেন্ট জর্জ চার্চে রবিবারের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রার্থনার জমায়েতের সুযোগে গির্জায় ঢুকে বিস্ফোরক রেখে চম্পট দেয় কোনও ব্যক্তি। তারপরই বিস্ফোরণ। এখানে প্রায় ৭৬ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টার ব্যবধানে অন্য বিস্ফোরণ আলেকজান্দ্রিয়ার সেন্ট মার্ক চার্চে। এখানেও রবিবারের প্রার্থনা চলাকালীনই বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৮ জনের। আহত প্রায় ৫০ জন।
২টি বিস্ফোরণেরই দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। এপ্রিলের শেষেই মিশরে আসছেন পোপ ফ্রান্সিস। তার আগে এভাবে দুটি গির্জায় বিস্ফোরণ নতুন আশঙ্কার জন্ম দিল।