পাকিস্তানের কোয়েটায় বড়দিনের আগে রবিবার একটি গির্জায় প্রার্থনা করতে জমা হয়েছিলেন বহু খ্রিষ্ট ধর্মাবলম্বী মানুষ। সেখানেই ভিড়ে মিশে ঢুকে পড়ে ২ জঙ্গি। ঢোকার পরই একজন গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। অন্যজন গুলিবর্ষণ শুরু করে। পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। গুলিতে আহত ওই জঙ্গি তখন নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়।
জোড়া বিস্ফোরণে তখন বেথেল মেমোরিয়াল গির্জায় রক্তের স্রোত। চারিদিকে শুধুই আর্তনাদ। দ্রুত এলাকা ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহতের সংখ্যা ৫০ ছাড়ায়। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস।