রক্তক্ষয়ী হামলার শিকার আফগানিস্তানের একটি সংবাদ সংস্থা ও শিয়া সাংস্কৃতিক কেন্দ্র। স্থানীয় সময় তখন বেলা সাড়ে ১০টা। রাজধানী কাবুলে সংবাদ সংস্থার অফিসের ভিতরে তখন আলোচনা সভা চলছে। সভায় উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক ও ছাত্রছাত্রী। অন্যদিকে শিয়া সাংস্কৃতিক কেন্দ্রটিতেও উপস্থিত সাধারণ মানুষ। হঠাৎ বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে থাকা মানববোমা নিজেকে উড়িয়ে দেয়। এরপরে আরও ২টি জোরাল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাবুল।
বিস্ফোরণের জেরে প্রাণ হারান কমপক্ষে ৪১ জন মানুষ। যাঁদের মধ্যে আছেন সাংবাদিক থেকে শুরু করে কয়েকজন পড়ুয়া, নারী ও শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ৮২ জন। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত উদ্ধারকার্যে নামে আফগান সেনাবাহিনী ও পুলিশ। সন্ত্রাসবাদী সংগঠন আইএস এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।