গত শনিবার কাবুলে ১০৩ জন মানুষের প্রাণ কেড়েছে বিস্ফোরকে ঠাসা একটি অ্যাম্বুলেন্স। ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের জঙ্গি নিশানায় কাবুল। এবারে আত্মঘাতী জঙ্গিদের টার্গেট ছিল কাবুলের প্রতিরক্ষাবাহিনী। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় ভোর ৫টা। আচমকাই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে কাবুলের মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয় চত্বর। বিস্ফোরণের তীব্রতা বুঝিয়ে দেয়, ফের হামলা চালিয়েছে জঙ্গিরা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে প্রথমে ২ জঙ্গি গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। ২ মানব বোমা বিস্ফোরণের ধাক্কা সামলে পাল্টা গুলি চালাতে শুরু করে সেনা। তখনও ৩ জঙ্গি সেখানে উপস্থিত। জঙ্গি সেনা গুলির লড়াইয়ের পর অবশেষে ২ জঙ্গিকে খতম করে সেনা। ১ জঙ্গিকে জীবন্ত পাকড়াও করা হয়। জঙ্গিদের আক্রমণে পাল্টা মৃত্যু হয়েছে ১১ সেনার। জঙ্গি হামলার পরেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর মুড়ে দেওয়া হয় কড়া নিরাপত্তার চাদরে। সন্ত্রাসবাদী সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে। গত শনিবার অ্যাম্বুলেন্স হামলার দায় স্বীকার করেছিল তালিবান। আর সোমবারের হামলার দায় নিল আইএস। বেশ কিছুদিন শান্ত থাকার পর তবে কী ফের আফগানিস্তানে মাথা চাড়া দিয়ে উঠছে সন্ত্রাসবাদ। প্রশ্ন উঠতে শুরু করেছে।