ফের প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। আত্মঘাতী বিস্ফোরণে তছনছ হয়ে গেল আফগানিস্তানের রাজধানীর একাংশ। তাজা রক্তের স্রোতে পিচ্ছিল হল রাজপথ। সোমবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় কাবুলের ব্যস্ততম শাশদরক এলাকায় গোয়েন্দা দফতরের সামনে। আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায় বাইকে চেপে আসা এক জঙ্গি। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় দফতরের সামনের ভিড়। মাটিতে পড়ে কাতরাতে থাকেন রক্তাক্ত মানুষজন। নিহত ও আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে কাবুলের পুলিশ ও সেনাবাহিনী।
বিস্ফোরণের খবর সংগ্রহ করতে অকুস্থলে ভিড় জমান সাংবাদিকরা। সাংবাদিক সহ অন্যান্যদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। প্রথম বিস্ফোরণের ২০ মিনিটের মাথায় ভিড়ের মাঝে সাংবাদিক সেজে দাঁড়িয়ে থাকা আত্মঘাতী জঙ্গি উড়িয়ে দেয় নিজেকে। রক্তের দাগ শুকোনোর আগেই আরও রক্তের প্রলেপে ঢেকে যায় গোটা এলাকা। দ্বিতীয় বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় এএফপি-র চিত্র সাংবাদিক শাহ মারাই, বিবিসির সাংবাদিক আহমদ শাহ সহ ৬ সাংবাদিকের। রক্তাক্ত হন অনেক সাধারণ মানুষ। মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও আছেন। গুরুতর জখমদের হাসপাতালে ভর্তি করা হয়। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৯। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কাবুল প্রশাসন। এই জোড়া হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস।