বড়সড় সাফল্য। বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস বা আইএস-এর গোপন ডেরায় ঢুকে তাদের শেষ করল সুরক্ষাবাহিনী। আফগানিস্তানের নানগাহার প্রদেশের খোজিয়ানি জেলায় ঘটনাটি ঘটেছে। আফগান সুরক্ষাবাহিনী গোপন সূত্রে খবর পায় আইএস জঙ্গিরা কোথায় লুকিয়ে আছে। অতি সন্তর্পণে সেখানে হানা দেয় সুরক্ষাবাহিনী। রীতিমত আটঘাট বেঁধে আক্রমণ হয়। ফলে কিছু করে ওঠার আগেই সুরক্ষাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ২২ আইএস জঙ্গি।
এই অপারেশনে ২ জন আইএস জঙ্গিকে জীবন্ত পাকড়াও করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। মঙ্গলবার রাতের অন্ধকারে অপারেশন হয়। সুরক্ষাবাহিনী আইএস জঙ্গিদের ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি যে এমন একটা হানা হতে চলেছে। ফলে তারা প্রস্তুতির সময়ই পায়নি। একটা নয়, এদিন আইএস জঙ্গিদের লুকিয়ে থাকার জন্য ৪টি ডেরা ধ্বংস করে সুরক্ষাবাহিনী।
মঙ্গলবারের অপারেশনে আইএস জঙ্গিদের খতম করার পাশাপাশি জঙ্গিদের সঙ্গে থাকা প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্রও ধ্বংস করেছে সুরক্ষাবাহিনী। এত বড় অপারেশন হলেও সুরক্ষাবাহিনীর একজনও আহত হননি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)