National

ফের হায়দরাবাদ থেকে আইএস সন্দেহে ধৃত ৫

আইএস জঙ্গি সন্দেহে ৫ জনকে গ্রেফতার করল এনআইএ। হায়দরাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৬টি স্মার্ট ফোন, বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে পেরেছেন প্রায় ৫০টি আইইডি তৈরির পরিকল্পনা ছিল এদের। টার্গেটে বোমগুলি ঠিকঠাক ফাটবে কিনা এবং তার ভয়াবহতা কতটা হবে তা অনুমান করতে নাসরাপুর এলাকায় জঙ্গিরা পরীক্ষামূলক বিস্ফোরণও ঘটায় বলে জানতে পেরেছ এনআইএ। এনআইএ মনে করছে, মহারাষ্ট্রের মহালক্ষ্মী মন্দির থেকে শুরকু করে বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা। তালিকায় ছিল হায়দরাবাদের চারমিনার, আজমের সহ বেশ কিছু ধর্মীয় স্থান। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাকেও টার্গেট করেছিল তারা। এদের এই বিশাল পরিকল্পনাকে বাস্তবায়িত করতে টাকার যোগান আসত সিরিয়া থেকে। যা দুবাই হয়ে ভারতের প্রবেশ করত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের আর কি পরিকল্পনা ছিল তার হদিস পেতে চাইছেন এনআইএ আধিকারিকরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button