হিন্দি সিনেমায় ফের এক বাঙালি অভিনেত্রীর পা পড়ল। নাম ঈশিতা গঙ্গোপাধ্যায়। তবে সিনেমাটি আধিভৌতিক। নাম ‘কার্মা’। বাংলায় যাকে বলে কর্ম। কর্মফলের ওপরই সিনেমা। তবে সিনেমার ধরন ভৌতিক। সঙ্গে রয়েছে রোমাঞ্চ। এক গৃহবধূর জীবন এগোয় উত্থান পতনের মধ্যে দিয়ে। এজন্য তাঁর কর্মফলই দায়ী। সেই কর্মফলই তাঁর সঙ্গে কী করে সেটাই সিনেমায় উঠে এসেছে। ঈশিতা জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবেও কর্মফলে বিশ্বাসী।
সিনেমায় সুযোগ পাওয়াটা অবশ্যই ঈশিতার জন্য বড় প্রাপ্তি। ঈশিতা এই সিনেমায় ওই গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় তাঁর নাম শিবা। এই সিনেমা ভৌতিক হলেও এখানে কোথাও এমন দেখা যাবেনা যে একটা বীভৎস দর্শন ভূত এসে মানুষকে ভয় দেখাচ্ছে। ঈশিতা নিজেই জানিয়েছেন সেকথা। এই সিনেমার গল্প এগিয়েছে একটু অন্য পথে। সিনেমার মূল ভিত্তিই হল কর্মফল।
সিনেমায় এই প্রথম ব্রেক হলেও ঈশিতা অনেকদিন ধরেই টিভি-র সঙ্গে যুক্ত। একের পর এক সিরিয়ালে অভিনয়ের সুবাদে তিনি ছোটপর্দার পরিচিত মুখ। এমনিতেই হিন্দি সিরিয়ালে বাঙালি অভিনেত্রীদের কদর যথেষ্ট। সেই তালিকায় ঈশিতাও রয়েছেন। ‘শাস্ত্রী সিস্টারস’, ‘লাল ইশক’ এবং ‘জগ জননী মা বৈষ্ণো দেবী’-র মত সিরিয়ালে যথেষ্ট সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন ঈশিতা। এখন সিনেমায় তিনি কতটা সাফল্য পান তার অ্যাসিড টেস্ট কার্মা দিয়েই হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা