জোড়া বিস্ফোরণে মৃত্যু হল শতাধিক মানুষের। সোমবার ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। ২টি শহরে ২টি বিস্ফোরণে মোট ১০১ জনের প্রাণ গেছে। বহু মানুষ আহত। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের পরই ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। এদিন প্রথম বিস্ফোরণটি হয় জাবলে শহরে। এখানে ৫৩ জনের মৃত্যু হয়। বহু গাড়ি ও বাড়ির ক্ষতি হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে তারতুশ শহরে। এখানে মৃত্যু হয় ৪৮ জনের। ক্রমশ সিরিয়ায় পায়ের তলার মাটি হারাচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। এদিনের বোমা বিস্ফোরণ মরিয়া অবস্থার ফল বলেই মনে করছে বিশ্ব রাজনৈতিক মহল।
Leave a Reply