World

বাগদাদে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত ২০

Iraq Blastফের পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। সবকটি বিস্ফোরণই হয়েছে বাগদাদের অফিস পাড়া বা ব্যবসা কেন্দ্রে। বিস্ফোরণে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে সে দেশের পুলিশ। কারণ বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। গত ২ বছর ধরে আইএসের দখলে থাকা ফালুজা শহরকে আইএস মুক্ত করতে শহর ঘিরে নিয়েছে ইরাকি সেনা। তারই পাল্টা আঘাত হিসাবে এই বিস্ফোরণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিকে বিস্ফোরণের জন্য কোথাও গাড়ি বোমা তো কোথাও আত্মঘাতী মানব বোমার আশ্রয় নিয়েছে আইএস। সোমবার দিনের ব্যস্ত সময়ে এই ধারাবাহিক বিস্ফোরণে বহু গাড়ি ও বাড়ির ক্ষতি হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button