
ফের ইরাকের রাজধানী শহর বাগদাদে আঘাত হানল আইএস। পূর্ব বাগদাদের জাদিদা এলাকায় একটি বাজারে মঙ্গলবার দুপুরে ভিড় থিকথিক করছিল। পুলিশের দাবি, সেই সময়ে গায়ে বিস্ফোরক বাঁধা অবস্থায় ভিড়ে মিশে যায় এক আইএস আত্মঘাতী জঙ্গি। তারপর সুযোগ বুঝে নিজের গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। মুহুর্তে গোটা এলাকার চেহারা বদলে যায়। চতুর্দিকে ছড়িয়ে পড়ে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ। আর্তনাদ, ছোটাছুটি আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫০ জন। বিস্ফোরণের পরপরই এই ঘটনার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন আইএস।