
বেলজিয়াম, প্যারিসের পর ইউরোপের অন্য কোন দেশে এবার হামলা চালাতে পারে সন্ত্রাসবাদী সংগঠন আইসিস। আপাতত সেই চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে ইউরোপের দেশগুলির গোয়েন্দাদের। তাঁদের চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে একটি গোয়েন্দা রিপোর্ট। সেখানে বলা হয়েছে ইউরোপে বেলজিয়াম, প্যারিসের মত আক্রমণ হানতে অনেক আগে থেকেই ৪০০ জনকে তৈরি করেছে আইসিস। তাদের বিভিন্ন দেশে ছড়িয়েও দেওয়া হয়েছে। সিরিয়া, ইরাকে পায়ের তলার জমি হারিয়েছে এই সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু তাঁদের টার্গেটে পরিণত হয়েছে ইউরোপ। প্যারিস ও বেলজিয়াম হামলার পর তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা। তাই নতুন যে কোনও হামলার ছক থাকলে তা বানচাল করতে ব্যবস্থায় ত্রুটি রাখছেন না তাঁরা।