একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের। মৃতের মধ্যে অধিকাংশই শিশু। আহত প্রায় ৬০ জন। ঘটনাটি ঘটেছে ইরাকের টিকরিট শহরের হিজাজা এলাকার একটি মাঠে। এই মাঠেই সন্ধেবেলা স্থানীয় একজনের বিয়ের অনুষ্ঠানে জমা হয়েছিলেন আত্মীয়-স্বজন, বন্ধুরা। সেই ভিড়েই সকলের চোখ এড়িয়ে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। যার গায়ে বিস্ফোরক বাঁধা ছিল।
ভিড়ের ঠিক মাঝখানে পৌঁছে গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। মানব বোমায় তছনছ হয়ে যায় এলাকা। ছড়িয়ে পড়ে মৃতদেহ। যারমধ্যে অধিকাংশই শিশু। ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার না করলেও পুলিশের অনুমান এই বিস্ফোরণের পিছনে আইসিসের হাত রয়েছে। কারণ যার বিয়ে হচ্ছিল তিনি সেই উপজাতি গোষ্ঠীর মানুষ, যারা ইরাকে ঘোরতর আইসিস বিরোধী হিসাবে পরিচিত।