
ফুটবল মাঠে বিস্ফোরণে মৃত্যু হল ৪১ জনের। আহত শতাধিক। ঘটনাটি ঘটেছে ইরাকের ইস্কান্দেরিয়া শহরে। এখানে একটি ছোট মাঠে তখন ফুটবল ম্যাচ চলছিল। গ্যালারি ছিল ভর্তি। ঠিক তখনই সেখানে বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে পড়ে দেহ। বহু মানুষ গুরুতর আহত হন। ঘটনার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন আইএস। আইএস ইরাকে তাদের জমি হারিয়েছে। এখন তাই সাধারণ মানুষকে তাদের নিশানা করেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞেরা। এদিকে ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। চলে খানাতল্লাশি।