গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৩০ জনের। আহত ৫০। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ইরাকের রাজধানী শহর বাগদাদের সদর সিটি এলাকার একটি ভিড়ে ঠাসা বাজারে। পুলিশ জানিয়েছে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি আচমকাই ওই বাজার এলাকায় ঢুকে পড়ে এবং তীব্র শব্দে ফেটে যায়। চতুর্দিকে ছিটকে পড়েন বহু সাধারণ মানুষ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলিরও ক্ষতি হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরই বিস্ফোরণের দায় স্বীকার করে নেয় সন্ত্রাসবাদী সংগঠন আইসিস।
Leave a Reply