ব্যাঙ্কে ঢুকে ষাঁড়ের দাপাদাপি, কাজকর্ম উঠল লাটে
আস্ত ষাঁড় ঢুকে পড়ল ব্যাঙ্কের মধ্যে। ব্যাঙ্কে তখন কর্মব্যস্ততা তুঙ্গে। সে সময় আচমকা ষাঁড় দেখে সব কাজ ভুলে ব্যাঙ্ক কর্মীরা লেগে পড়লেন ষাঁড় তাড়াতে।
ঝাঁ চকচকে ব্যাঙ্ক বলে কথা। সেখানে কিনা ষাঁড়! তাও আবার বেলাগাম। যেখানে সেখানে ঢুকে পড়ছে সে। করিডরে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আবার তাড়া খেয়ে ছুটতে গিয়ে হড়কে যাচ্ছে পিচ্ছিল মেঝেতে। ফের নিজেকে সামলে নিয়ে হাঁটছে বা ছুটছে।
তার পিছনে ব্যাঙ্ক কর্মীরা নানা ভঙ্গিমায় হইচই করতে করতে ছুটছেন। যাতে তাকে ব্যাঙ্ক থেকে বার করা যায়। কিন্তু একবার যখন ঢুকে পড়েছে তখন ষাঁড়কে বার করা কি সহজ কাজ!
একটা মোটা দড়ি জোগাড় করেও তাকে জড়িয়ে ফেলার চেষ্টা করেন ব্যাঙ্ক কর্মীরা। কিন্তু সে চেষ্টাও বিফল হয়। বরং ষাঁড় ব্যাঙ্কের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি করে যেখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে।
এই পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্মীরা যখন ব্যাঙ্কের কাজ ফেলে নিজেদের মত করে ষাঁড় তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন ব্যাঙ্ক থেকেই ফোন যায় শহরের পশু হাসপাতালে। সেখান থেকে কর্মীরা এসে হাজির হয়ে ঘুমপাড়ানি গুলি করে ষাঁড়কে কাবু করেন। তবে তাকে ব্যাঙ্ক থেকে বার করে নিয়ে যাওয়া সম্ভব হয়।
ঘটনাটি ঘটেছে ইজরায়েলের লোদ শহরের লিউমি ব্যাঙ্কে। প্রসঙ্গত ব্যাঙ্কে প্রবেশ করার আগে ওই ষাঁড়টি শহরেও নানা জায়গায় ছুটোছুটি করে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল।
তারপর সামনে ব্যাঙ্কের খোলা দরজা পেয়ে সেখানে ঢুকে পড়ে। যদিও ব্যাঙ্ক জুড়ে ষাঁড়ের এই দাপাদাপি সত্ত্বেও কোনও ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি বলেই নিশ্চিত করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।