মানুষের নামের সঙ্গে জড়িয়ে যায় মুখ, কীভাবে জানালেন বিজ্ঞানীরা
কথায় বলে মুখ মনের আয়না। কিন্তু মুখ যখন কারও নামের সঙ্গেও জড়িয়ে যায় তখন বিষয়টি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। সেকথাই এবার দাবি করলেন বিজ্ঞানীরা।
নামে কি যায় আসে! এমন কথা কি সত্যিই সঠিক! কারণ যে তথ্য এবার বিজ্ঞানীরা তুলে ধরেছেন তাতে কিন্তু নামে অনেক কিছুই আসে যায়! মানুষের নামের সঙ্গে তাঁর মুখের একটা মিল খুঁজে পেয়েছেন গবেষকেরা। এমনকি তা সঠিক কিনা তা পরীক্ষাও করেছেন তাঁরা।
বছর দশেকের বালক থেকে বড়দের সামনে কয়েকটি মুখ ও নাম দেওয়া হয়েছিল। কোন মুখের সঙ্গে কোন নাম ঠিক ঠাক যায় তা বলতে বলা হয়েছিল।
দেখা যায় ছোটরাই সবচেয়ে বেশি মিলিয়ে দিয়েছে এই ধাঁধা। মুখের সঙ্গে নাম খাপ খেয়েছে তাদের উত্তরে। বরং ছোটদের মুখই নামের সঙ্গে মেলানো মুশকিল হয়েছে।
গবেষকেরা জানাচ্ছেন, মানুষের নামের সঙ্গে খাপ খাইয়ে মুখে তার ছাপ পড়ে। নাম যেমন, মুখে তার ছাপও তেমন পড়ে। এটা মানুষ সময়ের সঙ্গে করে ফেলেন। বুঝে যে করেন এমনটা সবসময় নয়।
তবে তাঁর নামের সঙ্গে মুখের একটা মিল খুঁজে পেয়েছেন ইজরায়েলের রাইকম্যান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এমনকি তাঁরা এও দাবি করেছেন যে মানুষ তাঁর নামের সঙ্গে খাপ খাওয়াতে তাঁকে সকলে কেমন দেখতে দেখছেন সেটাও পরিবর্তন করতে থাকেন।
মানুষের মুখ যেমন দেখতে লাগে তার সঙ্গে তাঁর নামের মিল থাকে। তাঁদের মনে হয়েছে একটি শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার নামের সঙ্গে সকলের চোখে তার মুখ কেমন লাগছে সেটা মেলাতে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা