মাটি খুঁড়ে পাওয়া ২৫০০ বছর পুরনো সমাধিক্ষেত্র একদম নতুন কথা জানিয়ে দিল
মাটি খুঁড়ে পাওয়া গেল একটি ২৫০০ বছর পুরনো সমাধিক্ষেত্র। যার খোঁজ এমন কিছু তথ্য বিশেষজ্ঞদের হাতে তুলে দিল যা দেখে একদম নতুন কথা জানতে পারল পৃথিবী।
মাটির তলায় যে কত রহস্য আর কত সত্য লুকিয়ে আছে তা কারও জানা নেই। মাটি খুঁড়ে এমন এক সমাধিক্ষেত্র আবিষ্কার হয়েছে যা ২৫০০ হাজার বছর পুরনো। আর সেই সমাধিক্ষেত্র থেকে পাওয়া নানা জিনিস এমন এক সত্যকে সামনে আনল যা আগে পরিস্কার করে জানা ছিলনা বিশেষজ্ঞদেরও।
এই সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে রূপো ও তামার গয়না, উচ্চমানের সুগন্ধি, সুগন্ধি তৈরির উপাদান, রঙিন পাথর দিয়ে তৈরি শতাধিক হার, দুষ্প্রাপ্য খোল, মিশরীয় দেবতার তাবিজ, তির, এমন কয়েকটি যান যা রঙিন প্রস্তর খচিত। যাতে করে প্রধানত সুগন্ধি গাছের রস নিয়ে যাওয়া হত।
এই সমাধিক্ষেত্রটি পাওয়া গিয়েছে ইজরায়েলের নেগেভ মরুভূমিতে। এসব দেখার পর বিশেষজ্ঞেরা মনে করছেন এই জায়গা দিয়ে আড়াই হাজার বছর আগে বাণিজ্য হত।
ইয়েমেন, আরব থেকে মিশর, দক্ষিণ ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল এই বাণিজ্য পথ। যে পথে সে সময় নিয়মিত বাণিজ্য চলত। দাবির স্বপক্ষে গবেষকেরা কয়েকটি কারাভানেরও খোঁজ পেয়েছেন। যা সে সময় বাণিজ্যে ব্যবহার করা হত।
পণ্য সামগ্রি আদানপ্রদানের পথে পড়ত এই জায়গা। যেখানে এই সমাধিক্ষেত্রটি পাওয়া গিয়েছে। ফলে জায়গাটি সে সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এখানে সাংস্কৃতিক আদানপ্রদানও হত।
এখন মরুভূমির মাঝে থাকা এই অঞ্চল যে একসময় বাণিজ্য পথ ছিল তা পৃথিবীকে জানিয়ে দিল মাটি খুঁড়ে পাওয়া এই সমাধিক্ষেত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা