এবার শুরু হল টিকার চতুর্থ ডোজের প্রস্তুতি
করোনার প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজই ভারতে সম্পূর্ণ নয়। সেখানে বিশ্বে প্রথম শুরু হল করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে কাঁপছে ভারত। ভারতের ডেল্টা প্রজাতির করোনা এমনিতেই ভয়ংকর সংক্রামক বলে জানানো হয়েছে। করোনা নিজেকে বারবার বদলে নতুন নতুন চেহারায় সামনে আসছে। নতুন প্রজাতি তার আগেরটার চেয়েও শক্তিশালী হয়ে উঠছে।
বিশ্বে এখন বড় চিন্তার নাম ডেল্টা প্রজাতি ও ডেল্টা প্লাস প্রজাতি। সেই সঙ্গে আরও একটি প্রজাতি মিউ চিন্তার ভাঁজ পুরু করেছে।
এদিকে করোনা রুখতে ভারত সহ বিশ্বের সব দেশেই প্রায় টিকা প্রদান চলছে জোর কদমে। ভারতে এখন ২ ডোজের টিকা রয়েছে। যার একটি ডোজ হয়েছে অনেকের। অনেকের আবার তাও হয়নি। ২টি ডোজই সম্পূর্ণ হয়েছে এমন মানুষের সংখ্যা মোট জনসংখ্যার সাপেক্ষে নগণ্য।
এদিকে করোনা টিকার তৃতীয় একটি ডোজের প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। যাকে বুস্টার ডোজ বলা হচ্ছে।
যদিও তা এখনও দুরস্ত। কারণ অধিকাংশেরই ২টি ডোজ হয়নি। কিন্তু বিশ্বের একটি দেশ সেই দেশের মানুষকে তৈরি থাকতে বলল চতুর্থ ডোজের জন্য।
ইজরায়েল হল বিশ্বের সেই দেশ যারা প্রথম চতুর্থ ডোজের প্রস্তুতি শুরু করে দিল। ইজরায়েলের তরফে সলমন জারকা জানিয়েছেন, করোনা তার ধরণ বদলে চলেছে। ঢেউয়ের পর ঢেউ আসছে। তা থেকে বাঁচতে টিকার ডোজও বারবার দিতে হবে।
এখন যে নয়া ধরণ করোনার আসছে বা এসেছে সেগুলিতে রুখতে ইজরায়েল চতুর্থ ডোজের জন্য দেশকে তৈরি থাকতে বলেছে। তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তাদের দেশে ৩টি ডোজের পর এবার নাগরিকদের দেহে চতুর্থ ডোজ দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা