
দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৭ জনের। আহত বহু। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইতালির পুগলিয়া এলাকায়। পুগলিয়ার দুটি শহর কোরাতো ও আন্দ্রিয়ার মধ্যে লোকাল ট্রেনে যোগাযোগ। এই দুই স্টেশনের মধ্যে চলা দুটি লোকাল ট্রেন একই লাইনে বিপরীত মুখে আসছিল। দুটিরই গতি এত বেশি ছিল যে মুখোমুখি সংঘর্ষের পর ট্রেনের অনেক টুকরো হাওয়ায় উড়ে গিয়ে পড়ে পাশের অলিভ বনে। ট্রেনের টুকরোতে ভরে যায় লাইন সংলগ্ন জঙ্গল। এদিকে এমন ভয়ংকর দুর্ঘটনায় হতবাক গোটা এলাকা। এখনও দুর্ঘটনার সঠিক কারণ পরিস্কার নয়। তবে প্রাথমিক অনুমান সিগনালিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণেই এতবড় দুর্ঘটনার সাক্ষী হতে হল ইতালিকে।