প্রায় ভোর হয়ে এসেছে। ইতালির করিনাল্দো শহরের ল্যানটার্না এজুরা নাইটক্লাবে তখন উন্মাদনার পারদ তুঙ্গে। গানের তালে মাতোয়ারা প্রায় ১ হাজার জন মানুষ। সেই আনন্দ হুল্লোড়ের মাঝেই কেউ একজন একটা স্প্রে ছড়িয়ে দেন। সেই গন্ধ নাকে যেতেই অস্বস্তি শুরু হয় সকলের মধ্যে। নাইট ক্লাবটি থেকে বেরিয়ে যেতে সকলেই ছোটেন এমার্জেন্সি একজিটের দিকে। কিন্তু সেই দরজায় তালা দেখে এবার সকলে মূল দরজার দিকে ছুট লাগান। যেভাবেই হোক সেখান থেকে যত দ্রুত সম্ভব বার হওয়ার তাড়ায় তখন কে কার পায়ের তলায় চলে যাচ্ছেন তাও দেখার সময় কারও নেই। ওই গন্ধে প্রাণহানির আশঙ্কা তখন পেয়ে বসেছে সকলকে।
এই হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে অনেকেই মেঝেতে পড়ে যান। অন্যরা তাঁদের পদদলিত করেই নাইট ক্লাব থেকে বার হওয়ার চেষ্টা করেন। ফলে পদপিষ্ট হয়ে যান অনেকে। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ জনই তরুণ। অন্যজন তাদেরই একজনের মা। বাকি প্রায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)