SciTech

পৃথিবীতে করোনার মত অতিমারি ফের কবে থাবা বসাবে, জানাল গবেষণা

করোনার আগেও অতিমারি দেখেছে এই বিশ্ব। করোনা এখনও পর্যন্ত সর্বশেষ অতিমারি। ফের করোনার মত অতিমারি কবে? জানিয়ে দিল একটি গবেষণা।

করোনা এখনও বিদায় নেয়নি। তবে তাকে রুখে দিতে এসেছে টিকা। ক্রমে হয়তো করোনার দাপট স্তিমিত হয়ে যাবে বিশ্বে। দীর্ঘ ১০০ বছর পর এক অতিমারি থাবা বসাল বিশ্বে।

করোনার পরও কী এ বিশ্বে অতিমারি থাবা বসাবে? গবেষকরা জানাচ্ছেন ফের আসবে অতিমারি। কবে আসবে তা বুঝতে তাঁরা একটি স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি অনুসরণ করেছেন।


ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া গবেষণায় দেখা যাচ্ছে এবার অতিমারি আর ১০০ বছর সময় নেবে না। ৬০ বছর পরেই এই বিশ্বে ফের আসতে চলেছে আর এক অতিমারি। ফের বিশ্ব এক এমন অতিমারির কবলে পড়বে।

করোনার আগেও বিশ্বে গত ৪০০ বছরে অনেকগুলি অতিমারি থাবা বসিয়েছে। যার মধ্যে রয়েছে প্লেগ, স্মলপক্স, কলেরা, টাইফাস, নোবেল ইনফ্লুয়েঞ্জা।


এছাড়া ১৯১৮ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত চলা স্প্যানিশ ফ্লু সে সময় গোটা বিশ্বে এক ভয়ংকর আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। ধরা হয় সবচেয়ে প্রাণঘাতী অতিমারি ছিল স্প্যানিশ ফ্লু। যা সে সময় ৩ কোটি মানুষের প্রাণ কেড়েছিল।

যদিও সে সময় যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় বিশ্বজুড়ে সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি স্প্যানিশ ফ্লু। কিন্তু করোনার ক্ষেত্রে তা সম্ভব হয়েছে সব দেশের মধ্যে এখন সুগম যোগাযোগ থাকায়।

গবেষকেরা যদি ঠিক হন তাহলে ৬০ বছর পর ফের এ বিশ্ব আর এক অতিমারি দেখতে পারে। যা অবশ্যই চিন্তার কারণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button