আড়াই বছর ধরে টেবিলে বসে রইলেন বৃদ্ধা
অ্যালফ্রেড হিচককের বিখ্যাত সিনেমা সাইকোর কথা অনেকের জানা। সে ছিল সিনেমার সাসপেন্স থ্রিলার। এবার বাস্তবেই ২ বছর ধরে একটি টেবিলের সামনে বসে রইলেন বৃদ্ধা।
সিনেমার পর্দায় দেখা কাহিনি দেখে অনেকের মনে হয় এসব গল্প মাথা থেকে বার করেন গল্পকাররা। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। কিন্তু বাস্তব জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যা সিনেমা বা সাহিত্যের সাজানো গল্পকেও হার মানায়। এমনই একটি ঘটনা সামনে এল। যার সঙ্গে বিখ্যাত পরিচালক অ্যালফ্রেড হিচককের একটি কাহিনির অনেক মিল পাওয়া যায়।
তবে বাস্তবে যে ঘটনা সামনে এসেছে সেখানে বৃদ্ধা একদম একা ছিলেন। ইতালির লেক কোমো-র কাছে প্রেসটিনো নামে একটি জায়গায় একটি বাগান ঘেরা বাড়িতে একাই থাকতেন বছর ৭০-এর বৃদ্ধা মারিনেলা বেরেত্তা। তিনকুলে কেউ নেই বলতে যা বোঝায় তিনি ছিলেন ঠিক ততটাই একা মানুষ।
গত আড়াই বছর ধরে তাঁকে তাঁর আশপাশের প্রতিবেশিরা দেখতে পাননি। এর মাঝে বহু মানুষই বাড়ি থেকে বার হতে পারেননি। ফলে সকলেই ধরে নিয়েছিলেন তিনি হয়তো ওই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে গেছেন।
আড়াই বছর পর হালে প্রবল ঝড় হয় ওই এলাকায়। যার জেরে একটি গাছ উপড়ে পড়ে ওই বৃদ্ধার বাগান ও বাড়ির ওপর। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়িতে ঢোকে।
বাড়িতে ঢুকে পুলিশ যা দেখে তা শিউরে ওঠার জন্য যথেষ্ট। একটি টেবিলের সামনে বসে থাকার মত পড়ে আছে বৃদ্ধার দেহাংশ।
পুলিশ খতিয়ে দেখেছে ওই বৃদ্ধা টেবিলে বসে থাকা অবস্থায় মারা যান। কিন্তু কেউ জানত না তাঁর মৃত্যুর কথা। প্রতিবেশিরা ধরে নিয়েছিলেন যে তিনি এই বাড়িতেই আর নেই।
কিন্তু কেউ একবারের জন্য ভেবে দেখেননি একদম একা ওই বৃদ্ধার কোনও শারীরিক অসুস্থতা বা বিপদ হয়ে থাকতে পারে। আত্মকেন্দ্রিক আধুনিক শহুরে জীবনে এখন মানুষ এতটাই একা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।