সুড়ঙ্গে ঢোকার পর ভ্যানিস আস্ত ট্রেন, শত বছরেও মেলেনি হদিশ
এখনও এই হারিয়ে যাওয়া ট্রেন নিয়ে নানা কাহিনি মুখে মুখে ঘোরে। ১১১ বছর আগে যে ট্রেন যাত্রী নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করলেও কখনও বার হয়নি।
১৯১১ সালের কথা। ইতালির রোম স্টেশন থেকে রওনা দেয় একটি ট্রেন। ট্রেনটিতে ১০৬ জন যাত্রী ছিলেন। ট্রেনটি গন্তব্যে পৌঁছনোর আগে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার কথা।
সেইমত ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ করে। কিন্তু উল্টোদিক থেকে ১১১ বছরেও বার হয়নি। সুড়ঙ্গের মধ্যে কার্যত উবে গিয়েছিল ট্রেনটি। যা আজও এক রহস্য হয়ে আছে।
ট্রেনে থাকা ২ যাত্রীকে সুড়ঙ্গের বাইরে থেকে পাওয়া যায়। তাঁরা বলেন, ট্রেনটি সুড়ঙ্গে প্রবেশ করার আগে তাঁরা দেখেছিলেন এক অদ্ভুত ধোঁয়ায় চারধার ভরে যায়।
এটা দেখার পর আতঙ্কে তাঁরা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ট্রেনটি বাকি যাত্রীদের নিয়ে ওই সুড়ঙ্গে প্রবেশ করে। তারপর ওই ট্রেনটিকে আর কখনও দেখা যায়নি। যাত্রীদেরও খোঁজ মেলেনি।
কোথায় হারিয়ে গিয়েছিল ট্রেনটি? একটা আস্ত ট্রেন এভাবে উবে যেতে পারে নাকি? উত্তর কিন্তু আজও অমিল। তবে তারপর নানা কাহিনি সামনে আসে এই রহস্যময় ট্রেন ঘিরে।
কেউ দাবি করেন ট্রেনটি আসলে সুড়ঙ্গে টাইম মেশিনের মধ্যে পড়ে যায়। ফলে বহু বছর পিছনে চলে যায়। সেখান থেকে আর ফিরতে পারেনি।
আবার কেউ কেউ বলেন ট্রেনটিকে মেক্সিকোয় দেখা গিয়েছিল। ইতালি থেকে মেক্সিকো? তখন তো কোনও লাইনই ছিলনা মেক্সিকো পৌঁছনোর!
মেক্সিকোর এক মহিলা চিকিৎসক আবার দাবি করেছিলেন তাঁর কাছে নাকি শতাধিক মানুষ একই সময়ে চিকিৎসার জন্য হাজির হন। তাঁরা সকলেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় এসে জানিয়েছিলেন তাঁদের একটি ট্রেন হাসপাতালে ছেড়ে দিয়ে গেছে।