World

এ শহরে বাড়ি কিনলে উল্টে মোটা টাকা দেবে প্রশাসন

নিজের জন্য একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে কার না ইচ্ছে হয়! কিন্তু অনেকেই সামর্থ্যের কারণে পিছিয়ে যান। এ শহরে কিন্তু বাড়ি কিনলে উল্টে প্রশাসন টাকা দেবে।

একটা ফ্ল্যাট বা বাড়ির স্বপ্ন তো সকলের থাকে। সে স্বপ্ন কারও সফল হয়। কারও হয়না। কারণ বাড়ি বা ফ্ল্যাট কেনা যথেষ্ট ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে একটি শহরে বাড়ি কিনলে মোটা টাকা পাওয়া যাবে। তাও আবার শহর প্রশাসনের কাছ থেকে।

সমুদ্রের ধারেই এই শহরটি। চারধার অপরূপ সুন্দর। ছবির মত প্রকৃতির মাঝে এই শহর। সঙ্গে সমুদ্রের ধারের সোনালি বালুকাবেলা।


যে সমুদ্রতটে সূর্যের আলো সারাদিন খেলা করে বেড়ায়। এমন এক জায়গায় বাড়ি কিনলে উল্টে টাকা দিচ্ছে প্রশাসন! তাও আবার মোটা টাকা!

প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাহলে কি ওই শহরের বাড়িতে কোনও সমস্যা আছে? এত বাড়ি খালি পড়েই বা আছে কেন? শহরটিতে আগে অনেকে থাকলেও এখন আর বিশেষ কেউ থাকেন না। এখান থেকে নানা প্রয়োজনে তাঁরা সংসার নিয়ে অন্যত্র চলে গেছেন। বাড়িগুলি পড়ে আছে ভগ্নদশায়।


এদিকে শহর প্রশাসন চাইছে ফের এই শহর মানুষের বসবাসে ভরে উঠুক। তাই এক লোভনীয় অফার দিয়েছে তারা। এ শহরে বাড়ি কিনলে ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষের কিছু বেশি টাকা দেবে স্থানীয় প্রশাসন। বাড়িগুলির দামও পড়বে ওই রকমই।

ফলে কেউ এখানে বাড়ি কিনতে চাইলে তাঁর পকেট থেকে বিশেষ টাকাকড়ি খসছে না। হয়তো বাড়িগুলিকে ফের বসবাসযোগ্য করে তুলতে বা নিজের পছন্দমত সাজিয়ে নিতে একটা ব্যয়ভার বহন করতে হবে ক্রেতাদের। কিন্তু বাড়ি কেনার খরচ নামমাত্র বা নেই বললেই চলে।

দক্ষিণ ইতালির পুগলিয়া অঞ্চলের প্রিসিচে শহরে এখন তাই বাড়ি কেনার কথা ভাবতে শুরু করেছেন অনেকেই। পকেটের টাকা খরচ না করে একটা শহরে বড়সড় একটা বাড়ি পেয়ে যাওয়ার সুযোগ অনেককেই আকর্ষিত করেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button