World

একেই বলে কপাল, মাত্র ২৭০ টাকায় ৩টি বাড়ি কিনলেন এক মহিলা

৩টে বাড়ির দাম কত হতে পারে? নানা সংখ্যা মনে আসতে পারে। কিন্তু ৩টে বাড়ির দাম ২৭০ টাকাও যে হতে পারে সেটা কারও মাথায় আসবেনা এটা নিশ্চিত।

৩টে আস্ত বাড়ির দাম মাত্র ২৭০ টাকা! স্বপ্নেও এমন কিছু দেখা যায়না যা বাস্তবে ঘটে গেল। যদি বাড়ি না হয়ে সেগুলো ফাঁকা মাঠও হত তাহলেও কি এই দামে তা পাওয়া যেতে পারে? এক কথায় সকলে বলবেন অসম্ভব।

বাড়ি তো দূর ৩টে বাড়ির ৩টে ইটও ওই টাকায় পাওয়া মুশকিল। এটাই বলবেন সকলে। কিন্তু এক মহিলা গায়ে গায়ে লেগে থাকা ৩টি বাড়ি কিনে ফেললেন মাত্র ২৭০ টাকা খরচ করে। এবার প্রশ্ন উঠবে এমনটা সম্ভব হল কীভাবে? এখানেই হয়তো ভাগ্যের কথা এসে পড়ে।


ইতালি সরকার সিসিলির যেসব জায়গায় মানুষের সংখ্যা খুবই কম, বহু পুরনো বাড়ি সব ফাঁকা পড়ে আছে, সেখানে বাড়ি কিনতে দারুণ অফার দিচ্ছিল।

নামমাত্র দামে সেই সব বাড়ি বিক্রি করা হচ্ছিল যাতে সেখানে জনবসতি ফের গড়ে ওঠে। মানুষের জমজমাটি বাড়ে। একথা জানতে পেরে ক্যালিফোর্নিয়ার এক মহিলা দ্রুত বিমানের টিকিট কেটে ফেলেন। তারপর পৌঁছে যান ইতালিতে।


সেখানে পৌঁছে তিনি ৩টি বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন। প্রতিটি বাড়ির দাম পড়ে ৯০ টাকা করে। যা অবশ্যই ভারতীয় মুদ্রায় ব্যাখ্যা করা হলেও তাঁকে ডলারেই মেটাতে হয়েছে দাম।

ওই মহিলা এখন চাইছেন বহু পুরনো ভাঙাচোরা ওই বাড়িগুলি মেরামত করে সুন্দর করে সাজিয়ে তুলতে। কিনতে তো খরচ হয়নি। তাই মেরামতির পিছনে হয়তো তিনি মোটা অর্থ খরচ করবেন। এখন তো তিনি সিসিলিতে ৩টি বাড়ির মালকিন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button