World

রাতারাতি সবুজ হয়ে গেল শহর জোড়া খালের জল, অবশেষে হল রহস্যের সমাধান

এ শহরে রাস্তা তেমন নেই। যেতে গেলে খালের জলই ভরসা। সেই ভেনিস শহরের বিখ্যাত খালের জল রাতারাতি সবুজ হয়ে আতঙ্ক ছড়াল।

অ্যাকশন থেকে প্রেম, বন্দুকের লড়াই থেকে ভালবাসার গান, বিশ্বজুড়ে ইতালির ভেনিস শহরের এই খাল বারবার সিনেমার পর্দায় ফুটে উঠেছে। ভারতীয় সিনেমাও বাদ যায়নি।

ভেনিস শহর বিখ্যাতই তার এই খালের জন্য। যার বুকে ভেসে বেড়ায় বিশেষ ধরনের নৌকা, নাম গন্ডোলা। তাতে চড়ে শহরের বিভিন্ন অংশে পৌঁছে যান অনেকে। আবার কেউ বাড়ির দরজা থেকেই গন্ডোলায় চড়ে একটু জলবিহার করে আসেন।


ভেনিসের বিখ্যাত এই খালের জলের রং সাধারণত নীলচে। সেটাই দেখে সকলে অভ্যস্ত। কিন্তু আচমকাই তার জলের একটা অংশ সবুজ হয়ে যায়।

যা দেখে আতঙ্ক ছড়াতে সময় নেয়নি। কিন্তু কেন এমনভাবে সবুজ হয়ে গেল জল? তার উত্তর খুঁজতে উঠেপড়ে লেগে পড়েন বিজ্ঞানীরা।


রহস্য অবশ্য দীর্ঘসময় রহস্য থাকতে পারেনি। বিশেষজ্ঞেরা খবর নিয়ে জানান এই সবুজ আসলে ফ্লুরোসেন্ট রং। যা জলের তলায় কোনও নির্মাণ হলে তাতে ফুটো থেকে গেল কিনা তা খুঁজতে ব্যবহার হয়।

এটি আদপে একটি রাসায়নিক। তবে বিষাক্ত নয়। কিন্তু এত বেশি মাত্রায় রাসায়নিকটি কীভাবে ওই খালের জলে মিশল তা এখনও অজানা।

তবে মানুষকে এটুকু নিশ্চিন্ত করতে পেরেছেন বিশেষজ্ঞেরা যে এটি বিষাক্ত নয়। ভেনিসের এই খালের জলে ভেসে পড়তে বিদেশ থেকে বহু পর্যটক সারা বছর ভিড় জমান এই জল ভরা শহরে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button