চাকা নেই, দরজা নেই, চমকে দিল বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি
গাড়ি চলে, কিন্তু তার চাকা নেই। নেই দরজাও। এটিই নাকি বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি। যা নিয়ে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে হইচই।
একটি গাড়ি। যার বনেট আছে। আছে ৪টি জানালা। কিন্তু চাকা নেই। চাকা নেই তাও গাড়ি! গাড়ি কারণ তা দিব্যি চলে। নিশ্চিন্তে রাস্তায় চলতে পারে। কিন্তু দরজা নেই। তাই তাতে বসার উপায় নেই।
গাড়ি চলছে কীভাবে? গাড়িতে রয়েছে একটি ইলেকট্রনিক রোবট। কার্যত সেই এর চালক। গাড়ির সামনে বসানো আছে একটি গোপ্রো ক্যামেরা। যা গাড়ির সামনে কিছু এসে পড়লেই সঙ্গে সঙ্গে খবর দেবে। তাতে ধাক্কা লাগার সম্ভাবনা থাকবেনা।
প্রতিবন্ধকতা দেখলে গাড়ি তার গতিপথ পরিবর্তন করবে বা দাঁড়িয়ে যাবে। এদিকে চাকা না থাকায় গাড়ির উচ্চতা অর্ধেক হয়ে গেছে। ফলে গাড়ির মাথাটাই একজন দাঁড়িয়ে থাকলে তাঁর হাঁটুর কাছে।
একটি পুরনো গাড়িকে কাজে লাগিয়েই এই গাড়ি তৈরি হয়েছে। যা এক ইতালীয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার ইউটিউবে প্রথম সামনে আনেন।
অবশ্য বিষয়টি জনপ্রিয়তা পেয়েছে ম্যাসিমো নামে জনৈকের ট্যুইটারে ভিডিও ছড়িয়ে পড়ার পর। যেখানে গাড়িটি দিব্যি তরতর করে এগিয়ে যাচ্ছে বলে দেখা গেছে। যা দেখে বিশ্বজুড়ে তা নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
গাড়িটি নিয়ে প্রচুর কমেন্টও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন যখন এতে করে কেউ যাতায়াতই করতে পারবেননা তখন একে গাড়ি বলা হচ্ছে কীভাবে?
অনেকেই এটাকে একটি খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন। তবে গাড়িটি নিয়ে উৎসাহের অন্ত নেই। ইন্টারনেটে রীতিমত চর্চা চলছে এই মজার গাড়ি নিয়ে।