শীতে গ্রামে রোদ উঠত না, সূর্যকেই টেনে নামানো হল গ্রামে
শীতকাল এলেই এ গ্রামে সূর্যের রোদ এসে পড়া বন্ধ হয়ে যেত। প্রায় ৪ মাস এ গ্রামের মানুষ রোদ পেতেন না। অগত্যা সূর্যকেই টেনে গ্রামে নামানোর ব্যবস্থা হল।
এ গ্রামটি এমনভাবে ২টি পাহাড়ের মাঝে অবস্থিত যে সে গ্রাম শীতকাল এলেই প্রমাদ গুনত। কারণ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ গ্রামে রোদের একটা ফালিও এসে পড়ত না। প্রায় ৪ মাস ধরে গ্রামের মানুষ রোদশূন্য অবস্থায় দিন কাটাতেন। এতদিন রোদ না পাওয়া তাঁদের মনের ওপর এবং শরীরের ওপর প্রভাব ফেলত।
খুবই কষ্টের মধ্যে কাটত তাঁদের শীতের দিনগুলো। বিষয়টি দেখার পর স্থানীয় প্রশাসন অবশেষে ব্যবস্থা নেয়। স্থির হয় শীতের দিনে রোদকেই টেনে আনা হবে এ গ্রামে।
গ্রামের ধারের একটি পাহাড়ের চূড়াকে এজন্য বেছে নেওয়া হয়। সেই চূড়ায় একটি স্টিলের তৈরি আয়না লাগানো হয়। ১৬ ফুট বাই ২৬ ফুটের অতিকায় সেই আয়নায় সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়ে গ্রামের ওপর এসে পড়ে।
কিন্তু আয়না যতই বড় হোক, তা থেকে প্রতিফলিত আলো তো পুরো গ্রামকে রোদে ভরিয়ে দিতে পারেনা। তাই গ্রামের একটি বিশেষ স্থানেই পড়তে শুরু করে এই প্রতিফলিত রোদ। সেটাই বা কম কি!
গ্রামের মানুষ বেজায় খুশি হন। ইতালির এই গ্রামটির নাম ভিগানেলা। এ গ্রামে ২০০ জনের মত মানুষের বাস। ২০০৬ সালে এই পাহাড়ের ওপর আয়না দিয়ে গ্রামে রোদ আনা শুরু হয়। এখন এই প্রতিফলিত রোদ শীতের দিনগুলোয় পেয়ে গ্রামবাসীদের অনেক মানসিক ও শারীরিক সমস্যাও মিটে গেছে।