পোড়ায় এবার ম্যাজিক দেখাবে ভুট্টা আপেলের খোসা
মানুষকে এক চরম যন্ত্রণার হাত থেকে রেহাই দিতে পারে ভুট্টা, আপেলের খোসা। যা আবার নিজে থকেই মিলিয়ে যাবে শরীরে।
কোনও বড় ধরনের পোড়ার ক্ষেত্রে হাসপাতাল ছাড়া গতি নেই। কিন্তু ছোটখাটো পোড়ার ক্ষেত্রে ঘরেই চিকিৎসা সম্ভব। অথবা তেমন হলে হাসপাতাল বা কোনও চিকিৎসাকেন্দ্রেও যাওয়া যেতেই পারে। এখন পোড়া উপশমে বিভিন্ন ধরনের মলম রয়েছে। চিকিৎসকেরা আরও নতুন নতুন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকেন।
কিন্তু এবার চিকিৎসকেরা হাতে পেতে চলেছেন এক ম্যাজিক ব্যান্ডেজ যা পোড়া অংশের ঘা দ্রুত শুকিয়ে দেবে। আবার তা পরিবেশ বান্ধবও। ভিটামিন সি-তে ভরা এই ব্যান্ডেজ তৈরি করতে যে উপাদান লাগছে তা প্রকৃতির কাছ থেকে পাওয়া যাচ্ছে।
ভুট্টায় থাকে জেইন নামে একটি প্রোটিন। যা এই ব্যান্ডেজ বানাতে কাজে লাগছে। তার সঙ্গে লাগছে আপেল বা অন্য কিছু ফলের খোসা, যাতে পেকটিন নামে এক ধরনের শর্করা থাকে। এছাড়া সয় লেসিথিন নামে একটি উপাদান যা বিশেষ গাছ থেকে পাওয়া যায়।
এই ৩ প্রধান উপাদানের সংমিশ্রণে এই ব্যান্ডেজ তৈরি করে ফেলেছেন আইআইটি বা ইতালিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি-র গবেষকেরা। ইতালির এই ব্যান্ডেজ এখনও বাজারে আসেনি ঠিকই। তবে গবেষকেরা এটিকে বাজারে আনার জন্য উদ্যোগী।
তাঁরা এটাও জানিয়েছেন যে পোড়ার ঘা সারানোর পাশাপাশি এটি খুব দ্রুত শরীরের সঙ্গে মিশে যাবে। কোনও চিকিৎসা জনিত বর্জ্য হয়ে থেকে যাবেনা। যেমন এখন কোনও ব্যান্ডেজ ব্যাবহার করার পর তা বর্জ্য হিসাবে থেকে যায়। যতক্ষণ না তা সঠিক নিয়ম মেনে নষ্ট করে দেওয়া হচ্ছে।
ফলে এই ব্যান্ডেজ পরিবেশ বান্ধবও হবে। এখন এই ব্যান্ডেজ কবে বাজারে আসে সেদিকেই চেয়ে চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা