World

এ অঞ্চলে থাকতে গেলে অসুস্থ হওয়া মানা, অসুস্থতার ওপর জারি হল নিষেধাজ্ঞা

এ যেন সেই সুকুমার রায়ের ২১শে আইন। এমন কথা কেউ কখনও শুনেছে যে একটা এলাকায় কারও অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি হতে পারে। হয়েছে কিন্তু সেটাই।

পৃথিবীতে এমন অনেক ঘটনা আশপাশে ঘটে যায়, এমন অনেক প্রশাসনিক ঘোষণা হয়, যার যৌক্তিকতা খুঁজতে গেলে অনেকেই বিরক্ত হয়ে যেতে পারেন। অনেকটা তেমনই এক অতি বিরক্তিকর ঘোষণার কথা সামনে এল।

ইতালিতে একটি জায়গা রয়েছে যেখানকার মেয়র ঘোষণা করেছেন তাঁর এলাকায় বসবাসকারী কেউ অসুস্থ হতে পারবেননা। অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। এটাও জানিয়েছেন, শরীরের ক্ষতি হতে পারেন এমন কোনও কাজও করা যাবেনা।


বরং তাঁর এলাকায় বসবাসকারীদের অধিকাংশ সময় বিশ্রামে কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি। এটাও জানিয়েছেন অসুস্থ হতে পারেন এমন সবকিছু থেকে দূরে থাকতে।

একে মেয়রের ঘোষণা নয়, কার্যত ফরমান জারি হিসাবে দেখছেন সকলে। এমন আজব ঘোষণা ওই মেয়র করলেন কেন? পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ইতালির ক্যালাব্রিয়া এলাকার মেয়র।


তাঁর দাবি, এই এলাকাটি এতটাই প্রত্যন্ত যে এখান থেকে কোনও হাসপাতালে পৌঁছতে গেলে ৫০ কিলোমিটার যেতে হবে। যে রাস্তা ধরে যেতে হবে সেখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগও কম। ফলে রোগী নিয়ে সেখানে পৌঁছনোটাই একটা চ্যালেঞ্জ।

এমনিতেই ক্যালাব্রিয়া ইতালির অন্যতম দরিদ্র অঞ্চল বলে পরিচিত। তায় আবার সেখানে বসবাসকারীদের একটা বড় অংশের বয়স ৬৫ বছরের বেশি। তাই তাঁর অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা তুলে ধরতেই কিছুটা ব্যঙ্গার্থক ভাবে তিনি অসুস্থ না হওয়ার ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button