আলাদা ঘরে দৈহিক মিলনের ব্যবস্থা শুরু কারাগারে, কোথাকার বন্দিরা পাচ্ছে এই সুবিধা
সাজাপ্রাপ্ত হোক বা বিচার চলছে এমন বন্দি, তাদের কার্যত কারাগারের মধ্যেই কাটাতে হয়। সেখানেও তারা শারীরিক মিলনের সুযোগ পাবে। কোথায় চালু হল এই সুবিধা।

কারাগারে বন্দিরা স্বাভাবিক জীবনের থেকে অনেক দূরে থাকে। তাদের নিয়মের মধ্যে কাটাতে হয়। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে যা পান তা তারা পায়না। এটাই চিরাচরিত রীতি। যারমধ্যে রয়েছে দৈহিক সম্পর্ক।
কোনও বন্দি চাইলেও কারাগারে থাকাকালীন তার স্ত্রী বা প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের অনুমতি পায়না। তবে সেই ধারনা বদলাতে শুরু করেছে। কয়েকটি দেশে ইতিমধ্যেই কারাগারে বন্দিদের জন্য দৈহিক সম্পর্ক স্থাপনের সুবিধা চালু হয়েছে।
সেই তালিকায় যুক্ত হল ইতালি। ইতালির একটি আদালত এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে। আদালত জানিয়ে দিয়েছে, কারাগারের মধ্যে একটি এমন ঘর থাকবে যে ঘরে কারারক্ষীরা নজরদারি করবেননা। ঘরটি খোলাই থাকবে। তালা বন্ধ নয়।
সেখানে একটি বিছানা থাকবে। একটি টয়লেটও থাকবে। সেখানে বন্দিরা চাইলে তার স্ত্রী বা দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করতেই পারে। তবে সময় বাঁধা। ২ ঘণ্টার জন্যই এই সুবিধা পাবে তারা।
ইতালি প্রশাসন আপাতত বিষয়টির দিকে নজর রাখছে। যদি বিষয়টি সুষ্ঠুভাবেই এগিয়ে চলে তবে অন্য কারাগারগুলিতেও এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে তারা।
ইতালির টেরনি কারাগারে এরমধ্যেই এক বন্দি তার প্রেমিকার সঙ্গে দৈহিক মিলন করেছে। তবে ইতালিতেই যে কারাবন্দিদের জন্য এই সুবিধা চালু হয়েছে এমনটা নয়।
এর আগে জার্মানি, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেনেও কারাবন্দিরা এই সুবিধা পেয়ে থাকে। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমেই ইতালিতে এই সুবিধা চালু হওয়ার খবর প্রকাশিত হয়েছে।