আপনার বাবা গোটা দেশটাকে শেষ করে দিচ্ছেন! আপনি এই বিমানে কেন উঠেছেন? আপনার তো ব্যক্তিগত বিমানে যাত্রা করা উচিত! আমেরিকার জেট ব্লু বিমানের যাত্রী ড্যান গোল্ডস্টেইন এই ভাষায় চেঁচিয়ে চলেছেন এক তরুণীর ওপর। তরুণী চুপ করে বসে সব শুনছেন। মাঝে দাঁড়িয়ে আছেন তরুণীর স্বামী। এদিকে গোল্ডস্টেইন কথাগুলো বলতে বলতে থরথর করে রাগে কাঁপছেন। তখনও বিমান যাত্রা শুরু করেনি। চেঁচামেচির শব্দ শুনে ছুটে আসেন বিমানকর্মীরা। তারপর ওই তরুণীর ওপর চেঁচানোর অভিযোগে গোল্ডস্টেইন, তাঁর স্ত্রী ম্যাথিউ ল্যাসনার ও তাঁদের সন্তানকে বিমান থেকে নামিয়ে দেন। গোল্ডস্টেইন চেঁচিয়ে বলতে থাকেন, তাঁদের কাছে সঠিক টিকিট রয়েছে, তা সত্ত্বেও তাঁদের কীভাবে নামিয়ে দেওয়া হচ্ছে! শুধু তাঁরা তাঁদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেছেন বলে তাঁদের নামিয়ে দেওয়া যায়! এমনিতে ছোটখাটো ঘটনা শোনালেও এই হুলুস্থুলু কিন্তু ইতিমধ্যেই মার্কিন মুলুকের সংবাদ মাধ্যম তোলপাড় করে দিয়েছে। কারণ যে তরুণীর ওপর পেশায় আইনজীবী গোল্ডস্টেইন এই চোটপাট করেন তিনি আর কেউ নন, আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। যিনি ওই বিমানে হাওয়াই দ্বীপপুঞ্জে বছর শেষের ছুটি কাটাতে যাচ্ছিলেন। বিমানে তাঁদের দিকে নজর রাখার জন্য মার্কিন মুলুকের সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন। কিন্তু বিষয়টা ওখানেই শেষ করতে চেয়েছিলেন ইভাঙ্কা। তাই সিক্রেট সার্ভিসের সদস্যদের কোনও ব্যবস্থা নিতে দেননি।