তিনিও কিছু কম যান না। খাতায় কলমে তিনি মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতা। তবে সম্পর্কে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। সেই ইভাঙ্কাই এখন খবরের শিরোনামে। জি২০ বৈঠকে প্যারিস সম্মেলন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। ভারত বা চিনের মত দেশ বেশি সুবিধা ভোগ করছে এই অভিযোগে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে আমেরিকা। জি২০-তেও তাই কিছুটা কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্র। সেই অবস্থায় আবার আগুনে ঘৃতাহুতি দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। জি২০ সম্মেলনে রাষ্ট্রনেতাদের জন্য চেয়ার বরাদ্দ। মার্কিন প্রেসিডেন্টের জন্যও তা বরাদ্দ ছিল। সেই চেয়ারে আচমকাই গিয়ে বসে পড়েন ইভাঙ্কা। যা অন্য রাষ্ট্রনেতাদের মোটেও পছন্দ হয়নি। আরও অভিযোগ, আফ্রিকা সম্বন্ধীয় আলোচনা চলাকালীন ইভাঙ্কা ওই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েন। ফলে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ফুঁসছেন অন্য রাষ্ট্রের প্রধানরা।