গত একমাস ধরেই চলছিল সাজসাজ রব। মার্কিন প্রেসিডেন্টের মেয়ে তথা হোয়াইট হাউসের পরামর্শ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের শহরে পা রাখার আগেই ভোল বদলে ফেলা হয়েছিল হায়দরাবাদের। অবশেষে এদিন ভোরে হায়দরাবাদে পা রাখলেন ইভাঙ্কা। গ্লোবাল অন্ত্রোপ্রনরশিপ সামিট-এ যোগ দিতেই তাঁর ভারত আগমন। কালো সাদা ডিজাইনার পোশাকে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এদিন স্বামীকে সঙ্গে করেই পা রাখেন ইভাঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহু শিল্পপতি ও লগ্নিকারী।
৩ দিনের এই সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে নতুন উদ্যোগের ক্ষেত্রে মহিলাদের সামনে আনা। সম্মেলনে অংশ নিচ্ছেন ১০টি দেশের কেবল মহিলা প্রতিনিধিরা। যারমধ্যে রয়েছে আফগানিস্তান, সৌদি আরব, ইজরায়েলের মত দেশ। এছাড়া নতুন উদ্যোগের ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার বিভিন্ন দিকও আলোচিত হবে এই সম্মেলনে। মাধাপুরের হোটেল ট্রাইডেন্টে থাকার বন্দোবস্ত হয়েছে ইভাঙ্কা ট্রাম্পের। সম্মেলনে উদ্বোধনী ভাষণের আগে ইভাঙ্কার সঙ্গে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। খুব স্বাভাবিকভাবেই এই বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়টি সামনে থাকবে। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাজ ফলকনামা প্যালেসে এক রাজকীয় নৈশভোজে অংশ নেবেন ট্রাম্প কন্যা।